সংবাদ শিরোনাম :
নেতা–কর্মীদের কারাগারে রেখে তামাশার নির্বাচন করা হচ্ছে: এবি পার্টি
বিশেষ প্রতিবেদক:
- আপডেট সময় : ০৫:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ১২০ বার পড়া হয়েছে
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম অভিযোগ করে বলেছেন, দেশের ‘৯৫ ভাগ’ মানুষ গত দুটি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি। এবারও হাজার হাজার বিরোধীদলীয় নেতা-কর্মীকে কারাগারে বন্দী রেখে জালিয়াতি ও তামাশার নির্বাচন করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন তাজুল ইসলাম। তিনি বলেন, দেশ ভয়ানক অর্থনৈতিক সংকটে। ব্যাংকগুলো সরকারি দলের লোক এবং আওয়ামী সুবিধাভোগীদের হাতে লুট হয়ে গেছে। দ্রব্যমূল্য ক্রমাগত বাড়ছে। দেশের সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে দ্রব্যমূল্য। দুর্নীতির সব সীমা ছাড়িয়ে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।
এবি পার্টির ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সদস্যসচিব শাহ আবদুর রহমান, যুব পার্টির সদস্যসচিব শাহাদাতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম, যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন প্রমুখ।
Source:ProthomAlo